ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা ৩ দিন ধরে কর্মবিরতিতে 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:২৯, ৩ অক্টোবর ২০২৩
টাঙ্গাইলে ইন্টার্ন নার্স ও মিডওয়াইফরা ৩ দিন ধরে কর্মবিরতিতে 

ইন্টার্ন ভাতার দাবিতে টানা তিনদিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফরা।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তৃতীয় দিনের মতো শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত ১০২ জন ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফ এ কর্মসূচি পালন করেন। 

এর আগে তারা রোববার (১ অক্টোবর) থেকে এই কর্মসূচি শুরু করেন।

আন্দোলন চলাকালে বক্তব্য রাখেন, জেলা ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সুমন, সহ-সভাপতি প্রকাশ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আমরা কোনো ইন্টার্ন স্যালারি পাচ্ছি না। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধাও নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। পড়াশোনা শেষ করে ইন্টার্র্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্র্নশিপ করাটা আমাদের জন্য কষ্টসাধ্য। 

এসময় তারা ইন্টার্ন স্যালারি বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত সকল ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন।

কাওছার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়