ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমুদ্রে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ৩ অক্টোবর ২০২৩  
সমুদ্রে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার গিয়ে নিখোঁজ হওয়া জেলে সজিবের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ঝাউ বাগান সংলগ্ন সৈকত এলাকায় তার লাশ ভেসে আসে। 

আরো পড়ুন:

মারা যাওয়া সজিব পটুয়াখালীর ছোট বিঘাই ইউনিয়নের লিটন শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে ধুলাস্বার এলাকার আসাখালি মোহনা থেকে মাছ ধরতে ট্রলারে করে সজিব সমুদ্রে যান। বড়বড়  ঢেউয়ের কারণে ট্রলার থেকে উত্তাল সমুদ্রে পড়ে যান সজিব। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সমুদ্রে অনেক খোঁজাখুঁজি করেও সজিবকে না পেয়ে ট্রলারটি ঘাটে ফিরে আসে। আজ দুপুরে গঙ্গামতি এলাকায় সজিবের লাশ জোয়ারের সঙ্গে ভেসে ওঠে।

কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন  বলেন, গতকাল সজিব নিখোঁজ হন। আমরা জেলেদের সঙ্গে নিয়ে সজিবকে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর আজকে জোয়ারের পানিতে তার লাশ ভেসে আসে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়