৮ ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার নেই
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

আধিপত্য বিস্তার নিয়ে পাবনা শহরে ছাত্রলীগের একপক্ষের ওপর আরেক পক্ষের গুলিবর্ষণে ৮ জন গুলিবিদ্ধ হওয়ার চারদিন পর মামলা হয়েছে। এতে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাতকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৭-৮ জনকে নাম না জানা আসামি করা হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। মামলার বাদী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান।
ওসি কৃপা সিন্ধু বালা জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এতে ১৫ জনের নাম রয়েছে। নাম না জানা আসামি ৭-৮ জন। ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। খুব তাড়াতাড়ি আসামিদের আইনের আওতায় আনা হবে।
এর আগে, গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাবনা বাস টার্মিনালের পাশে মাসুম বাজারের সামনে পূর্ববিরোধ আর আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান ও তার সমর্থকদের ওপর গুলি চালান পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত ও তার লোকজন বলে অভিযোগ ওঠে। হামলায় ছাত্রলীগকর্মী মিলন, শান্ত, আকাশ, আরাফাত, সজীব, তানজিদ, রঞ্জু ও রাফি গুলিবিদ্ধ হন। আহতরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শাহীন/মাসুদ
আরো পড়ুন