ঢাকা     মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩০

বাসচাপায় শিক্ষকের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ৪ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:৫৭, ৪ অক্টোবর ২০২৩
বাসচাপায় শিক্ষকের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া জলপাইতলা এলাকায় বাসচাপায় নুরুল আমীন নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। 

বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

কাপাসিয়া থানার এস আই মিঠুন বৈদ্য এ তথ্য নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে।

নিহত শিক্ষক নুরুল আমীন মনোহরদী কোঁচের চর দাখিল মাদ্রাসার শিক্ষক। তিনি কাপাসিয়া টোক নগর গ্রামের জয়নালের ছেলে।

নিহতের শ্যালক আসাদুল্লাহ মাসুম বলেন, আমার বোন জামাই সকালে মাদ্রাসায় যাওয়ার পথে জলপাইতলা সড়ক পারপারে চেষ্টা করছিলেন। এ সময় কিশোরগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রফিক সরকার/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়