ঢাকা     মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩০

মারধরে আহত মোক্তার মারা গেছেন 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ৪ অক্টোবর ২০২৩  
মারধরে আহত মোক্তার মারা গেছেন 

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত মোক্তার হোসেন (৪৩) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সুরুজ মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। (মামলা নম্বর-৫)। 

বুধবার (৪ অক্টোবর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মাহমুদুর রশিদ টুটুল। 

এর আগে, গত সোমবার (২ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালীয়াবাড়ী গ্রামে মোক্তার হোসেনকে মারধর করা হয়।

অভিযুক্তরা হলেন- উপজেলার ব্রাহ্মনগাঁও এলাকার গোয়ালীয়া বাড়ির মো. আলম মিয়ার ছেলে মো. শারফুদ্দিন (৪০) ও মো. রিপন (৩০), মৃত সেরু মিয়ার ছেলে মো. আলম মিয়া (৩০), শারফুদ্দিনের স্ত্রী চম্পা বেগম (৩০), ও মো. রিপনের স্ত্রী মোসা. রুমি (২৭)।

কালীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে বিবাদীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত সোমবার সকাল সোয়া ১০টার দিকে নিহত মোক্তার মিয়া তার চাচাতো বোন মোসলেমা বেগমের কাছ থেকে ক্রয়কৃত জমিতে সীমানা পিলার স্থাপন করতে যান। সে সময় বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে মোক্তার হোসেনের ওপর হামলা করেন। এতে মোক্তার হোসেন গুরুতর আহত হন। মোক্তার হোসেনকে বাঁচাতে তার ছোট ভাই আক্তার এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও গুরুতর আহত করে। পরে স্থানীয়রা মোক্তার হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার্ড করেন। নিহতের স্বজনরা তাকে রাজধানী উত্তরার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মোক্তার হোসেনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মো. শারফুদ্দিন ও মো. রিপন মিয়াকে গত সোমবার গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার গাজীপুর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক বাকি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মোক্তার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রফিক/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়