ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈরী আবহাওয়ায় ঢাকা-বরগুনা লঞ্চ চলাচল বন্ধ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ৪ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:২২, ৪ অক্টোবর ২০২৩
বৈরী আবহাওয়ায় ঢাকা-বরগুনা লঞ্চ চলাচল বন্ধ

ফাইল ফটো

বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা-বরগুনা নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ আছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ।

বরগুনা ঘাট সুপারভাইজার এনায়েত হোসেন বলেন, আজ বরগুনা লঞ্চঘাট থেকে একটি ও ঢাকা সদরঘাট থেকে একটি করে লঞ্চ ছাড়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

আবহাওয়া স্বাভাবিক হলে বরগুনার সঙ্গে ঢাকার লঞ্চ যোগাযোগ পুনরায় চালু হবে উল্লেখ করেন তিনি।

এদিকে, হঠাৎ লঞ্চ বন্ধের সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা। দুপুরে বরগুনা লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চ বন্ধ থাকায় যাত্রীরা ফিরে যাচ্ছেন।

ঢাকাগামী যাত্রী আরিফ হোসেন বলেন, হঠাৎ লঞ্চ বন্ধের সিদ্ধান্ত নেয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে।

ইমরান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়