ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৫ 

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ৪ অক্টোবর ২০২৩  
নরসিংদীতে জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৫ 

নাশকতার মামলায় নরসিংদী শহর জামায়াতে ইসলামীর আমিরসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (৪ অক্টোবর) সকালে পর্যন্ত পৌর শহরের গাবতলী, চিনিশপুর ও বাশাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- শহর জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান (৪৫), ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সাবেক সভাপতি নাসির আহমেদ (৩০), শহর জামায়াত সদস্য আমজাদ হোসেন (৫২), জেলা জামায়াত সদস্য মোস্তফা মিয়া (৪৭) এবং শহর জামায়াত সদস্য হাবিব হাসান (৩৫)।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানান, গত ২৯ সেপ্টেম্বর নাশাকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করে। ওই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। আমরা আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করবো।

হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়