ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তিস্তার পানি মধ্য রাতে বিপদসীমার ৫০ সে.মি. উপরে যেতে পারে’

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৪ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:৩০, ৪ অক্টোবর ২০২৩
‘তিস্তার পানি মধ্য রাতে বিপদসীমার ৫০ সে.মি. উপরে যেতে পারে’

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রবল বেগে পানি ধেয়ে আসছে তিস্তা নদীর বাংলাদেশের নীলফামারীর ডালিয়া পয়েন্টের দিকে। আজ বুধবার (৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে এ পয়েন্টে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছে তিস্তা ব্যারাজ ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র। তিস্তা ব্যারাজ ও নদী তীরবর্তী মানুষজন জানান, বুধবার সারা দিন তিস্তা অববাহিকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে উজানের ঢলে তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে চরের ফসলি মাঠ ও পথঘাট।

আরো পড়ুন:

উজানের ঢলে পানি বেড়ে যাওয়ার কারণে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশাচাঁপানী, ঝুনাগাছ, চাপানী; জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, গোলমুন্ডা, শৌলমারী, কৈমারীসহ নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজ ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, উজানের ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়েছে। সবগুলো জলকপাট খুলে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। মধ্য রাতে এ পয়েন্টে পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপরে উঠতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর তীরবর্তী বসবাসকারী মানুষ বন্যা কবলিত হতে পারে।
 

সিথুন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়