ঢাকা     মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩০

নড়াইলে ৫৭১ মণ্ডপে হবে দুর্গোৎসব

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৪ অক্টোবর ২০২৩  
নড়াইলে ৫৭১ মণ্ডপে হবে দুর্গোৎসব

আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নড়াইলে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, জেলায় এ বছর ৫৭১টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

বুধবার (৪অক্টোবর) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভায় সভাপতিত্ব করেন। 

সভায় বক্তব্য রাখেন- নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, গোয়েন্দা সংস্থা নড়াইলের উপ-পরিচালক ইমদাদুল হক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, সহ-সভাপতি পংকজ বিহারী ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন দুর্গপূজা উপলক্ষে জেলার প্রতিটি মণ্ডপে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়