পরিমাণে কম ডিজেল দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ডিজেল পরিমাণে কম দেওয়া ও ক্যালিব্রেশন সনদ না থাকায় রংপুরের গংগাচড়ার মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় এবং রংপুর গংগাচড়া উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গংগাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনে ডিজেল ইউনিট প্রতি ১০ লিটারে ৬০ মিলি কম প্রদান করার প্রমাণ পায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০ টাকা এবং পেট্রোল, ডিজেল ও অকটেন স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ডিজেল ডিসপেনসিং ইউনিটটি সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং বাংলায় লেখা মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তা মো. আলমাস মিয়া।
আমিরুল/মাসুদ
আরো পড়ুন