ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় ফার্মেসিকে জরিমানা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ৪ অক্টোবর ২০২৩  
বগুড়ায় ফার্মেসিকে জরিমানা

বগুড়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্যালাইন বিক্রির অভিযোগে ‘ইসলাম ড্রাগস’ নামে একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (৪ অক্টোবর) শহরের কলোনী এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করে।

আরো পড়ুন:

ইফতেখারুল আলম রিজভী বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে এইচ এস হার্ডম্যানসহ বিভিন্ন ইন্জেক্টেবল স্যালাইন বিক্রি করছেন বলে অভিযোগ আমাদের কাছে ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা শহরের কলোনী এলাকার ইসলামী ড্রাগস নামে একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করি। তাদের মোড়কের মূল্যের চেয়ে ৭০ থেকে ১০০ টাকা বেশি দামে স্যালাইন বিক্রি করতে দেখা যায়। তখন ওই ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়