ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামালপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মেডিক্যাল অফিসার নিহত

জামালপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৮ অক্টোবর ২০২৩   আপডেট: ১৩:৪৫, ৮ অক্টোবর ২০২৩
জামালপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মেডিক্যাল অফিসার নিহত

জামালপুরের সদর উপজেলার নান্দিনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. হাফিজুর রহমান (৩৮) ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। তিনি মোটরসাইকেলে কর্মস্থল নান্দিনায় যাচ্ছিলেন।

রোববার (৮ অক্টোবর) সকাল ১০টায় নান্দিনা-জামালপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ডা. হাফিজুর রহমান জামালপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি মেষ্টা ইউনিয়নের মেষ্টা এলাকার দুলাল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে মোটরসাইকেলে ডা. হাফিজুর রহমান তার কর্মস্থল নান্দিনা যাচ্ছিলেন। জয়রামপুর এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ড্রাম ট্রাকটি আটক করা গেলেও ড্রাইভার পালিয়ে গেছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে।

সেলিম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়