ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অটোরিকশার ধাক্কায় আইনজীবীর মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ১২ অক্টোবর ২০২৩  
অটোরিকশার ধাক্কায় আইনজীবীর মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মনজুর হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

স্বজনরা জানায়, বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার দৌলতদিয়াড়ে তিনি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নেওয়ার পথে ঘোড়ামাড়া ব্রিজের কাছে তিনি মারা যান। 

অ্যাডভোকেট মনজুর হোসেনের মৃত্যুতে স্বজন ও আইনজীবী সমিতির সদস্যেদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা তার বাড়িতে এক নজর দেখার জন্য ছুটে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার ব্যাপারে কোনো অভিযোগ করবে না মর্মে একটি আবেদন করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এম এ মামুন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়