চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দীর্ঘ প্রতীক্ষার পর কুড়িগ্রামের চিলমারী- রৌমারী নদী পথে ফেরি চলাচল শুরু হলেও কর্তৃপক্ষের নজরদারির অভাবে তাতে বিঘ্ন ঘটছে। নদী ভাঙনের কারণে পন্টুনের নিচের মাটি সরে যাওয়ায় সামযিকভাবে ফেরি বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রামের সঙ্গে দেশের নৌপথে যোগাযোগ স্থাপন ও চিলমারী নৌ বন্দরের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে গত ২০ সেপ্টেম্বর ফেরি চালু ও বন্দরের উন্নয়নের কাজের উদ্বোধন করা হয়। কিন্তু কর্তৃপক্ষের নজরদারির অভাবে মাত্র ২৫ দিনের মাথায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চিলমারী-রৌমারী নৌপথে ফেরি দিয়ে পারাপারের অপেক্ষায় অধর্শতাধিক পণ্যবাহী পরিবহনের চালক ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েছে।
রৌমারী ঘাটে থাকা পল্টুনের র্যামের নিচে মাটি ভেঙে যাওয়ায় সাময়িকভাব ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উদ্বোধনের পর থেকে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী ঘাট দিয়ে নিয়মিত কুঞ্জলতা এবং বেগম সুফিয়া কামাল নামে দুটি ফেরিতে পণ্যবাহীসহ বিভিন্ন প্রকার পরিবহন এবং যাত্রী পারাপার করছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে চিলমারী ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি বেগম সুফিয়া কামাল রৌমারী ঘাটে পৌঁছানোর পর দুটি পণ্যবাহী ট্রাক নামতে পারলেও পল্টুনের র্যামের নিচ থেকে মাটি সরে যাওয়ায় বাকি পরিবহন নামতে পারেনি। ফলে শনিবার বিকেল থেকে ওই পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১৫ অক্টোবর) দুপুর থেকে ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে ৪০টি পণ্যবাহী পরিবহন। ঘাটে অপেক্ষমাণ পাথরবাহী ট্রাকের চালক জাহিদুল জানান, এখানে এসে দুর্ভোগে পড়তে হলো। এ রকম হলে এ পথে পরিবহনের সংখ্যা কমে যাবে।
খরচ কম হওয়ায় এই পথ পণ্য পরিবহণের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল। দিন দিন গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল।
বিআইডব্লিউটিসি ম্যানজার বাণিজ্য প্রফুল্ল চহান জানান, রৌমারী ঘাটের মাটি ভেঙে যাওয়ায় আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বিআইডব্লিউটিএ’র সিরাজগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, ঘাটে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। দ্রুত কাজ শেষ হলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
বাদশাহ/বকুল