ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুকুরে মিলল নিখোঁজ ইঞ্জিনিয়ারের মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১৬ অক্টোবর ২০২৩  
পুকুরে মিলল নিখোঁজ ইঞ্জিনিয়ারের মরদেহ

মাহমুদুল ফেরদৌস মামুন। ফাইল ফটো

কুড়িগ্রামে নিখোঁজের ৭ দিন পর পুকুর থেকে মাহমুদুল ফেরদৌস মামুন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদুল ফেরদৌস মামুন রাজারহাট উপজেলার ছিনাইহাট এলাকার ছবরুল হকের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি মামুন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। এর মধ্যে, গত ৯ অক্টোবর নিখোঁজ হন তিনি। ওইদিন সন্ধ্যায় মামুন তার বড়ভাই মাহবুবুল ফেরদৌস রতনকে ফোন করে জানান, কয়েকজন তাকে আটকে রেখে ৫ হাজার টাকা দাবি করছেন। এ সময় বড় ভাই কাজে ব্যস্ত থাকায় টাকা পাঠাতে পারেননি। যদিও পরে তার ভাই টাকা পাঠানোর জন্য যোগাযোগ করতে চাইলেও ব্যর্থ হন। এ ঘটনায় মামুনের বাবা সবরুল হক রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, অভিযোগের সূত্র ধরে তিনজনকে আটক করা হয়েছে। সোমবার পুকুর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সৈকত/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়