ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

৫ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২০ অক্টোবর ২০২৩  
৫ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি- রপ্তানি কার্যক্রম। তবে, এ সময়ে এই বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর বুধবার শুরু হবে বন্দরের কার্যক্রম। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান এতথ্য জানান। 

মাকসুদ খান বলেন, ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জিব মণ্ডল স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, শারদীয় দুর্গার্পজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর ছুটি থাকবে। এতে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর বুধবার থেকে আবারো যথারীতি আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা পুলিশ ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজরিহা হুসাইন জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের চলাচল অব্যাহত থাকবে।

শাহীন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়