ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে আওয়ামী লীগ দর্শক কাতারে থাকবে না’

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৬ অক্টোবর ২০২৩   আপডেট: ১৫:৩০, ২৬ অক্টোবর ২০২৩
‘বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে আওয়ামী লীগ দর্শক কাতারে থাকবে না’

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি যতই হুমকি দিক, তারা দেশটাকে অচল করবে, দেশকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করবে, দেশে একটা অস্তিশীল পরিবেশ সৃষ্টি করবে, আমি মনে করি তারা পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী খুব দক্ষ ও সুশৃঙ্খল। আমরাও রাজনৈতিক দল হিসেবে নিরব দর্শকের ভূমিকা পালন করবো না। আমাদেরও দায়িত্ব, তাদের হুমকি রাজনৈতিকভাবে মোকাবিলা করার। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে তেল জাতীয় ফসল ও ধানের উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যায়, তারা যদি দেশকে অস্থিশীল করার জন্য গাড়িতে আগুন দেয়, তারা যদি বিদ্যুতের লাইন কাটে এ দেশের মানুষ তার জবাব দেবে। 

মন্ত্রী বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। এটি মানবতার দেশ। এই দেশে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। ধর্ম নিরপেক্ষতাই আমাদের আদর্শ।

তিনি বলেন, বিএনপির শাসনামলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিলো। তারা সার দিতে পারেনি। সার চাইতে গিয়ে ১৮ জন মানুষকে জীবন দিতে হয়েছে। ১৮ জন কৃষককে তারা গুলি করে হত্যা করেছে। দেশে বর্তমানে দুর্ভিক্ষ নেই। 

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওযাহিদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খলিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

কাওছার আহমেদ/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়