ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

ঝড়-স্রোত ছাড়াই ডুবে গেল পাউবোর টাগ বোট

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২৭ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:৫২, ২৭ অক্টোবর ২০২৩
ঝড়-স্রোত ছাড়াই ডুবে গেল পাউবোর টাগ বোট

ঝড় ও তীব্র স্রোত ছাড়াই যমুনা নদীতে ডুবে গেছে সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের টাগ বোট। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহর রক্ষা হার্ডপয়েন্টে টাগ বোটটি ডুবে যায়। 

শুক্রবার (২৭ অক্টোবর)  দুপুরে খোঁজ নিয়ে জানা যায়, টাগ বোটটির সাহায্যে নদী ভাঙন কবলিত বা ভাঙন ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে ব্লক পরিবহন করা হতো। বোর্ডটির দাম ছিল প্রায় এক কোটি টাকা। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের হেডকোয়ার্টারের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, টাগ বোটটি যমুনার হার্ড পয়েন্টে (জেলখানা ঘাটে) দাঁড় করিয়ে রাখা ছিল। রাতের কোনো একসময় বোটটি ডুবে গেছে। তবে এখানে কারো গাফিলতি নেই বলেও দাবি করেন তিনি। 

তিনি আরও বলেন, বোটটি মেরামতের দরকার ছিল। এজন্য বাজেটও চাওয়া হয়েছিল। বাজেট পেলে এটা মেরামতের কথা ছিল। কিন্তু তার আগেই বোটটি ডুবে গেল। এখন বোটটি তোলার ব্যবস্থা করা হবে।

প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ডুবে যাওয়া বোটটির কিছু জায়গায় গর্তের সৃষ্টি হয়েছিল। সে কারণে সেটিতে পানি প্রবেশ করতো।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তার মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়