মৌলভীবাজার কারাগারে ধর্ষণের আসামির সঙ্গে ভুক্তভোগীর বিয়ে
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
উচ্চ আদালতের নির্দেশে ও উভয় পরিবারের সম্মতিতে মৌলভীবাজার কারাগারে ধর্ষণ মামলার আসামির সঙ্গে ভুক্তভোগীর বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে এই বিয়ের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় ৫ লাখ টাকা। বিয়ের অনুষ্ঠানে জেল সুপার, জেলা প্রশাসকের প্রতিনিধিসহ উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বর কমলগঞ্জ উপজেলার সতীঝীরগাও গ্রামের মৃত ছমির আলীর ছেলে রায়হান হোসেন। ২০২২ সালের মে মাস থেকে কুলাউড়া থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে আছেন তিনি।
মৌলভীবাজার কারাগার কর্তৃপক্ষ জানায়, হাইকোর্টের নির্দেশে ভিকটিম ও উভয় পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।
ভুক্তভোগী জানান, বিবাদী রায়হান তাকে অপহরণ করেন। পরে তিনি তাকে ধর্ষণ করেন। নিজের সম্মতিতে এই বিয়ে হয়েছে জানিয়ে নবজীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার জানান, তিনি জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বিয়েতে যোগ দিয়েছেন। কারাগারে জেল সুপারসহ অন্য প্রতিনিধিদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। তাদের ভবিষ্যতে সুন্দর হবে, তারা ভালো থাকবেন আশা প্রকাশ করেন তিনি।
মলি আক্তার জানান, যেহেতু, মামলাটি এখনো বিচারাধীন এর চূড়ান্ত সিদ্ধান্ত আদালত থেকে পাওয়া যাবে।
মৌলভীবাজার কারাগারের সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, হাইকোর্টের নির্দেশে আসামি মো. রায়হান ও ভুক্তভোগীর বিয়ে সম্পন্ন হয়েছে জেলা কারাগারে। এসময় হাজতির মা ও দুই চাচা এবং ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিধি মোতাবেক তাদের বিয়ে হয়েছে। বিয়েতে ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়।
হামিদ/মাসুদ