ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক জালে আটকা বড় দুই পাঙাশ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ৫ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:৫০, ৫ নভেম্বর ২০২৩
এক জালে আটকা বড় দুই পাঙাশ

কুড়িগ্রামে চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্র (৪৪) নামে এক জেলের জালে ১০ ও ১৪ কেজি ওজনের দুটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছ দুটি ব্যবসায়ী সাজুর কাছে প্রতি কেজি ৯০০ টাকা দরে বিক্রি করেন তিনি।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে ব্রহ্মপুত্র নদের রমনাঘাট এলাকায় এ পাঙাশ দুটি ধরা পড়ে। জেলে বিপুল চন্দ্র উপজেলার শাখাতি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ইলিশ মাছ ধরার আশায় ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্রসহ কয়েকজন জেলে জাল ফেলেন। পরে সেই জালে বড় দুটি পাঙাশ উঠে আসে।

মাছ ব্যবসায়ী সাজু বলেন, ব্রহ্মপুত্র নদে মাঝে মধ্যে ছোট পাঙাশ ধরা পড়ে। কিন্তু এই পাঙাশ দুটি অনেক বড়। ১০ কেজি ওজনের মাছটি স্থানীয় বাজারে ১১০০ টাকা কেজি দরে কেটে বিক্রি করেছি। বড় মাছটি ১৩০০ টাকা কেজি দরে বিক্রির জন্য কুড়িগ্রাম মহরের বাজারে পাঠানো হয়েছে।

জেলে বিপুল চন্দ্র বলেন, এর আগে, কখনো আমার জালে এতো বড় পাঙাশ মাছ উঠেনি। মাছ দুটি পেয়ে আমি খুশি।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাজির খান বলেন, বাণিজ্যিকভাবে পাঙাশ চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। তবে নদ-নদীতে পাঙাশ মাছ ধরা পড়ছে, এটা আশার খবর।

সৈকত/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়