ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৫ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:৫৫, ৫ নভেম্বর ২০২৩
ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আরাফাত হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। 

শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কালীগঞ্জ উপজেলার ফয়লা মিশনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন উপজেলা বলিদাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সে পেশায় বাসের হেলপার।

স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে বাসের ড্রাইভার শংকর বিশ্বাসকে উপজেলার বলরামপুর গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আরাফাত হোসেন মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কালীগঞ্জ-কোলা সড়কের ফয়লা মিশনপাড়া পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শাহরিয়ার আলম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়