ভারত থেকে হিলিতে ৩ দিনে আলু এলো ৬১ ট্রাক
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ভারত থেকে গত তিন দিনে ৬১টি ট্রাকে ১ হাজার ৫৮৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। রোববার (৫ নভেম্বর) এতথ্য নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।
হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল খালেক জানান, ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ায় দেশি আলুর দাম কেজিতে ১০ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু (ষ্টিক) ৫৫ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। ছোট জাতের গোল আলু ৬৫ টাকা থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে।
আলু ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ভারতের আলু বাজারে আসায় দাম অনেক কমে গেছে। আমরা আমদানিকারকদের নিকট ৩৫ টাকা কেজি দরে পাইকারি কিনে তা ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি।
আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যাল এর ব্যবস্থাপক মাহাবুব হোসেন বলেন, গত বৃহস্পতিবার ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলু আমদানি করা হচ্ছে। প্রতি মেট্রিক টন আলু আমদানি মূল্য ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার খরচ পড়ছে। আমদানিরকৃত আলুতে শুল্ক দিতে হচ্ছে ৩৩ শতাংশ।
হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানিকৃত আলু কাঁচা পণ্য হওয়ায় দ্রুত বাজারজাত করতে আমদানিকারকদের সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। গত তিন দিনে এই বন্দর দিয়ে ৬১টি ভারতীয় ট্রাকে ১৫৮৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।
মোসলেম/মাসুদ
মোসলেম/মাসুদ