ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেনাপোলে এলো ভারতীয় ডিম 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৬ নভেম্বর ২০২৩  
বেনাপোলে এলো ভারতীয় ডিম 

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬১ হাজার ৯৫০টি ডিম ভারত থেকে আমদানি করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভারতের ত্রিপুরা থেকে আসা ডিমের চালানটি দেশের প্রধান এই স্থলবন্দরে এসে পৌঁছায়। পরে রাতেই আমদানি করা এই ডিম ঢাকায় পাঠানো হয়।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, ডিমগুলো ঢাকার বিডিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান আমদানি করেছে। বন্দর থেকে খালাসের পর ডিমের চালানটি ঢাকায় যায়। ডিমগুলোর রপ্তানিকারক প্রতিষ্ঠান ত্রিপুরার কানুপ করপোরেশন। 

আরো পড়ুন:

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার বলেন, ভারত থেকে আমদানিকৃত ডিমগুলো ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে ডিমগুলো ভালো পাওয়া গেছে। 

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিমুল্লাহ ডিম আমদানির সত্যতা নিশ্চিত করে জানান, ডিমের চালানটি ছাড় করণের জন্য বেনাপোলের মেসার্স এমি এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছিল। 

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে শুল্কায়ন করার পর ডিম খালাস করা হয়েছে। ডিমের আমদানি মূল্য ঘোষণা দেয়া হয়েছে ২ হাজার ৯৮৮ দশমিক ৪০ মার্কিন ডলার। বেনাপোলের শুল্কায়নের পর প্রতিপিস ডিমের দাম দাঁড়াবে ৭ টাকা ২২ পয়সা। 

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়