ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের মেয়রের দায়িত্ব নিচ্ছেন মঙ্গলবার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ৬ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:৫৩, ৬ নভেম্বর ২০২৩
আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের মেয়রের দায়িত্ব নিচ্ছেন মঙ্গলবার

আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আগামীকাল মঙ্গলবার (৭ নভেম্বর) দায়িত্ব নিচ্ছেন। এ দিন দুপুর আড়াইটার দিকে নগরভবনের মেয়রের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এরপর নগরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।

গত ২১ জুন অনুষ্ঠিত হয় সিলেট সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। 

দুপুর আড়াইটার দিকে নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেবেন। এরপর নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বিকেল ৩টায় নগরভবন প্রাঙ্গনে সুধী সমাবেশে যোগ দেবেন নতুন মেয়র।

এর আগে বাদজোহর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলররা হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন। এরপর বিশেষ মোনাজাত শেষে তারা আড়াইটার আগে নগরভবনে পৌঁছাবেন।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের প্রাক্কালে সিলেটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া চেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আধ্যাত্মিক এই নগরীর সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি ধন্য। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আজ আমি আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।’

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন নতুন মেয়র। 
 

নুর/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়