গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু
গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে আবুস সোবহান আকন্দ (৬৫) নামে এক ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মারা গেছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে মহিমাগঞ্জ স্টেশন চত্ত্বরে এ ঘটনা ঘটে।
সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুস সোবহান আকন্দ গাইবান্ধা শহরের জুম্মা পাড়ার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহিমাগঞ্জ স্টেশনে স্টেশন মাস্টার হিসেবে অবসরে যাওয়ার পর একই স্টেশনে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বগুড়ার সান্তাহার স্টেশন থেকে কুরিগ্রামের বুড়িমারী স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা চলন্ত ট্রেনে উঠতে আব্দুস সোবহান। এ সময় পা পিছলে ট্রেনের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তার হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।
মাসুম/ইভা