ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৮ নভেম্বর ২০২৩  
ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর আত্মহত্যা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শাপলা বেগম (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আট বছর আগে শাপলার সঙ্গে লাখাই উপজেলার জাহাঙ্গীরের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। জাহাঙ্গীর সন্তানদের সঙ্গে ঢাকায় থাকেন।

আরো পড়ুন:

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাইনুদ্দীন/ফয়সাল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়