ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ফেনসিডিল উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৯ নভেম্বর ২০২৩  
মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ফেনসিডিল উদ্ধার

কুড়িগ্রামে একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ।

এর আগে, বুধবার রাতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি (খারাপাড়া) গ্রাম থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

সৈকত/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়