ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ৯ নভেম্বর ২০২৩  
ফরিদপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিলকিস বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৫ জনে। মৃত বিলকিস ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪৬০ জন চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ২২ হাজার ৩৬৭ জন। এর মধ্যে ২১ হাজার ৭৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

তামিম/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়