ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ১০ নভেম্বর ২০২৩  
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে বাইসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নাগেশ্বরী পৌরশহরের নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কের জিকে সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাইসাইকেল আরোহীর নাম রবিউল ইসলাম (১৫)। সে উপজেলার বামনডাঙা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।

স্থানীয়রা জানান, নিহত রবিউল মোটর মেকানিকের কাজ করত। সন্ধ্যার দিকে বাইসাইকেল যোগে উপজেলার দিকে যাওয়ার পথে ভুরুঙ্গামারীগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রবিউলের মৃত্যু হয়। 

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

বাদশাহ/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়