ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহেশপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১১ নভেম্বর ২০২৩  
মহেশপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

লিটন হোসেন। ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় আহত লিটন হোসেন (৩৫) মারা গেছেন। শুক্রবার (১০ নভেম্বর) রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লিটন হোসেন উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আজিজুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র একই গ্ৰামের মো. আহমেদ ও তার ছেলেরা লিটন হোসেনকে বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসকরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন হোসেনের মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি।

শাহরিয়ার/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়