মাগুরায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মাগুরায়। এ উপলক্ষে সকালে শহরের আছাদুজ্জামান স্টেডিয়ামের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের করা হয়। পরে জামুরুল তলা জেলা আওয়ামী লীগ অফিসে কেক কাটা, আলোচনা সভা ও শহরে মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান। বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ খান, সাকিবুল ইসলাম তুহিনসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতারা।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। এ জন্য প্রত্যেক কর্মীকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলে নৌকার পক্ষে ভোট চেতে হবে। আর যারা নির্বাচনকে বানচালের জন্য সন্ত্রাসী, অগ্নিসংযোগ ও লুটপাট করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে।
শাহীন/মাসুদ