ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১২ নভেম্বর ২০২৩  
জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়পুরহাট পৌর শহরের বঙ্গবন্ধু রোড এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোকারম হোসেন দেওয়ান লিটনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। মোকারম হোসেন দেওয়ান লিটন নওগাঁর বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের মৃত মেহেদি হাসান দেওয়ানের ছেলে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, ২০১৮ সালের ২৪ জুলাই সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল চেকপোস্ট বসায়। সেই সময় তল্লাশি চালিয়ে মোকারম হোসেন দেওয়ান লিটনের শরীরে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। পরবর্তীতে র‍্যাব বাদী হয়ে পাঁচবিবি থানায় তার বিরুদ্ধে মামলা করে। চলতি বছরের ৩১ জুলাই জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন তাকে যাবজ্জীবন সাজা দেন।

শামীম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়