ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অনেক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অনেক মানুষ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত থেকে সোমবার (১৩ নভেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় কালিসিমা গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি কয়েকজন হলেন- ফিরোজ মিয়া (৫০), বিল্লাল মিয়া (৩৫), সাকিব (২৫), হানিফ মিয়া (৩৫) ও বাবু মিয়া (২২)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, বাবুল চেয়ারম্যান, আরজু মেম্বার, শাহালম ও হুসেন চেয়ারম্যানদের মধ্যে দ্বন্দ্ব আছে বলে জানতে পেরেছি। তবে, কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত এ বিষয়ে এখনো বিস্তারিত জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
মাইনুদ্দিন/মাসুদ