ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবন উদ্বোধন

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১৩ নভেম্বর ২০২৩  
শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবন উদ্বোধন

শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেন।

শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফুর রহমান, সহ-সভাপতি আছাদুজ্জামান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, দেবাশীষ সাহা রায়, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মারুফুর রহমান মারুফ, সাধারণ সম্পাদক তারিকুল ইসলামসহ জেলায় কর্মরত সাংবাদিকরা। 

আরো পড়ুন:

হুইপ আতিউর রহমান আতিক বলেন, শেরপুরে যে সব উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তা আপনারা গণমাধ্যমে প্রকাশ করুন। গণমাধ্যম কর্মীদের সাদা কে সাদা আর কালো কে কালো বলতে হবে। 

তরিকুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়