ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ৩

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ১৫ নভেম্বর ২০২৩  
গাইবান্ধায় রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী সোনারায় ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মারুফ মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের রাঘবচর এলাকায় অভিযান চালিয়ে পলাতক এই আসামিদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ গাইবান্ধার সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ নভেম্বর রাত সাড়ে ১১ টার দিকে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ সংলগ্ন এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে যুবলীগ নেতা জাহিদুল ও সঙ্গে থাকা কবিরের উপর অতর্কিত হামলা চালায় আসামিরা। তারা জাহিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে গুরুতর আহত করে। পরে রাত পৌনে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান যুবলীগ নেতা জাহিদুল ইসলাম। তাদেরকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মারুফ মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল মিয়া ও জামায়াত কর্মী মোজাম্মেল হক।

মাসুম/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়