ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠি কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১৭ নভেম্বর ২০২৩   আপডেট: ০৮:৫৪, ১৭ নভেম্বর ২০২৩
ঝালকাঠি কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ফাইল ফটো

ঝালকাঠি জেলা কারাগারের হত্যা মামলার আসামি মো. মতলেব মাঝি (৬৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মতলেব মাঝি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মৃত ছাদের মাঝির ছেলে। তিনি চলতি বছরের ২০ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন।

জেলা কারাগারের সুপার মো.আব্দুল্লা ইবনে তোফাজ্জল হোসেন খান বলেন, বিকেলে অসুস্থ হয়ে পড়লে মতলেব মাঝিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অলোক/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়