ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোংলায় ৮০০ টন কয়লা নিয়ে লাইটার ডুবি

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৬:৫৯, ১৭ নভেম্বর ২০২৩
মোংলায় ৮০০ টন কয়লা নিয়ে লাইটার ডুবি

মোংলা বন্দরের পশুর চ্যানেলে ‌‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ নামের কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ৮০০টন কয়লা নিয়ে ডুবে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে পশুর নদীর কানাইনগর সংলগ্ন এলাকায় জাহাজটি ডুবে যায়। এসময় জাহাজটিতে থাকা ১২ জন কর্মচারী নদীতে লাফ দিয়ে সাঁতরে তীরে ওঠেন।

এর আগে, সকাল পৌনে ৯টার দিকে ডুবো চরে বেঁধে তলা ফেটে যায় জাহাজটির। ডুবে যাওয়া জাহাজটি হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিল। 

বাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, ডুবে যাওয়া জাহাজটিতে ৮০০টন কয়লা ছিল। জাহাজটি যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিল। পশুর নদীর কানাইনগর এলাকায় পৌছালে ডুবো চরে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে যায়। দুপুরের দিকে জোয়ার আসলে জাহাজটি ডুবে যায়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে মালিক পক্ষ জাহাজটি উদ্ধারের কাজ শুরু করবেন।

শহিদুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়