ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টা, ৪ নারী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১৭ নভেম্বর ২০২৩  
যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টা, ৪ নারী গ্রেপ্তার

পাবনা সদর উপজেলার টেবুনিয়া রেল স্টেশন এলাকায় ইজিবাইকের যাত্রীবেশে স্বর্ণের চেন ছিনতাইকালে ৪ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে আইনী প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ছিনতাইকারী চক্রের সদস্য।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রী রুবিনা ওরফে রোজিনা খাতুন (৪০), একই এলাকার মহারাজ মিয়ার স্ত্রী হালিমা বেগম (৩৫), রুবেল হোসেনের স্ত্রী নিপা খাতুন (২৫) ও মাসুদ মিয়ার স্ত্রী রুহেলা ওরফে রোহেলা বেগম (২২)। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গতকাল রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে করে ফাতেমা খাতুন নামের এক নারী টেবুনিয়া আসেন। ওই নারী ও তার স্বামী জুলহাস খান গন্তব্যে যাওয়ার জন্য রেল স্টেশন থেকে একটি ইজিবাইকে ওঠেন। সেসময় যাত্রীবেশে চার নারী একই ইজিবাইকে ওঠেন। তারা অসুস্থতার ভান করে জুলহাস খানের স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেন। সেসময় ওই যাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাস, ট্রেন ও পরিবহনে ছিনতাই ও চুরির কাজ করছিলেন। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এই ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতায়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়