ফরিদপুরে আগুনে শ্রমিক কলোনির ১৩ কক্ষ পুড়ে ছাই
ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসবাসরত শ্রমিকদের ১৩টি কক্ষ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরতলীর কানাইপুর মালাঙ্গা গ্রামের করিম জুট মিলের বিপরীত পাশের শ্রমিক কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। কলোনির দুটি বাড়িতে ১৬টি কক্ষ ছিল। কক্ষগুলো স্থানীয় পাটকলের শ্রমিকরা ভাড়া নিয়ে বসবাস করতেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুভাষ বারোই বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
তামিম/কেআই