চাঁপাইনবাবগঞ্জে ৫ ঘণ্টার ব্যবধানে স্বাস্থ্য বিভাগের ২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৫ ঘণ্টার ব্যবধানে স্বাস্থ্য বিভাগের দুই কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে তারা মারা যান। এদের মধ্যে একজন জেলা হাসপাতাল ও অন্যজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ এতথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মো. তরিকুল ইসলাম এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মোহাইমেনুল ইসলাম নয়ন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মো. তরিকুল ইসলাম শনিবার রাত ৮টা ৩০ মিনিটে মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। এছাড়া, সম্প্রতি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন জেলা হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মোহাইমেনুল ইসলাম নয়ন। গুরতর আহত হয়ে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালের এআইসিইইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টা ২০মিনিটে মারা যায় নয়ন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ বলেন, প্রায় ৫ ঘণ্টার ব্যবধানে স্বাস্থ্য বিভাগের দুই কর্মীর মৃত্যু হয়েছে। তারা দুইজনই দক্ষ কর্মী ছিলেন। তারা নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতেন।
মেহেদী/মাসুদ