মানিকগঞ্জ জেলা কারাগারে ৩ গুণ বন্দি, দুর্ভোগ
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা ২৪০ জন। তবে বর্তমানে ৬৪৯ জন বন্দি আছেন। ধারণক্ষমতার থেকে প্রায় তিন গুণ বেশি এই বন্দিদের আবাসনব্যবস্থাসহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জ পৌর এলাকার নারাঙ্গাই এলাকায় জেলা কারাগার অবস্থিত। কারাগারে পুরুষ সেল আছে ১০টি ও ওয়ার্ড ১২টি। আর মহিলা সেল ২টি ও ওয়ার্ড ২টি। এ ছাড়া কারাগারে হাসপাতালে শয্যা রয়েছে ২০টি। এ কারাগারের ২৪০ বন্দির ধারণক্ষমতা রয়েছে। এর মধ্যে ২৩০ জন পুরুষ ও ১০ জন নারীর জন্য। গত বুধবার (১৫ নভেম্বর) কারাগারে মোট ৬৪৯ জন বন্দি ছিলেন। এর মধ্যে কয়েদি ছিলেন ২২৮ জন এবং হাজতি ছিলেন ৪২১ জন। ৬৪৯ জন বন্দির মধ্যে সম্প্রতি দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির ৬০ জন নেতা-কর্মী রয়েছেন।
সূত্র আরও জানায়, কারাগারে জনবল-সংকটও আছে। কারাগারের হাসপাতালে একজন সহকারী সার্জন পদ থাকলেও দীর্ঘদিন ধরে তা শূণ্য রয়েছে। কোনো বন্দির চিকিৎসার প্রয়োজন হলে জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডেকে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ছাড়া কারাগারের হাসপাতালে দুই জন ডিপ্লোমা নার্সের পদ থাকলেও আছেন একজন। এ ছাড়া ডেপুটি জেলারের দুই জনের মধ্যে আছেন একজন। কারাগারে কারাসহকারী ও কারা-শিক্ষক পদে দীর্ঘদিন ধরে কেউ নেই। এখানে পরিচ্ছন্নকর্মীর সংকট রয়েছে।
কারাগারে থাকা কয়েকজন বন্দীর স্বজনেরা জানান, কারাগারে যে সেবা পাওয়ার কথা, অতিরিক্ত বন্দির কারণে তা পাওয়া যাচ্ছে না। সেলে আসনসংখ্যা সীমিত থাকায় ফ্লোরে গাদাগাদি করে থাকতে হচ্ছে। গোসল ও চিকিৎসাসেবা পেতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর থেকে গত ৩০ অক্টোবর পর্যন্ত জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ এবং আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এসব মামলা করেন।
সরেজমিনে দেখা যায়, কয়েকজন বন্দির ১৫ থেকে ২০ জন স্বজন কারাগারের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ও বসে আছেন। তাঁরা বন্দিদের সঙ্গে দেখা করতে কারাগারে যান।
গত ৬ নভেম্বর জেলার সিঙ্গাইর উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির কর্মী আওলাদ হোসেনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এর পর আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারের প্রধান ফটকের সামনে কথা হয় বন্দি আওলাদ হোসেনে ফুফাত ভাই জসিমের সঙ্গে। তিনি বলেন, কোনো নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে তাঁর মামাত ভাই আওলাদ জড়িত নন। এরপরও মামলায় তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। কারাগারের বন্দি বেশি থাকায় গাদাগাদি করে থাকতে হচ্ছে।
এ ব্যাপারে জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ দাবি করেন, ধারণক্ষমতার প্রায় তিন গুণ বন্দি থাকলেও তেমন সমস্যা হচ্ছে না। বন্দিদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা রয়েছে।
চন্দন/বকুল