ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় বিএনপিপন্থি কাউন্সিলরের অফিসে হামলা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২০ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:১৫, ২০ নভেম্বর ২০২৩
বগুড়ায় বিএনপিপন্থি কাউন্সিলরের অফিসে হামলা

বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা শাহ মেহেদী হাসান হিমুর অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাতে দুই দফায় শহরের হাকির মোড়ে অবস্থিত ওই কার্যালয়ে হামলা চালানো হয়। শাহ মেহেদী হাসান হিমু বগুড়া জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ৫-৭ জন দুর্বৃত্ত রামদা ও লাঠিসোটা নিয়ে প্রথম দফা হামলা চালায়। ওই সময় অফিস বন্ধ থাকায় কেউ আহত হয়নি। তবে, বন্ধ শাটারে দুর্বৃত্তরা রামদা দিয়ে কুপিয়ে একাধিক স্থানে কেটে ফেলে। এছাড়া, কার্যালয়ের সামনে থাকা বেসিন, সাইনবোর্ড ভাঙচুর করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায়। এর আধাঘণ্টা পর দুর্বৃত্তরা আবার হামলা চালিয়ে ভাঙচুর করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এনাম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়