ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে নদীর চরে মিললো অর্ধগলিত ২ লাশ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২০ নভেম্বর ২০২৩  
সুন্দরবনে নদীর চরে মিললো অর্ধগলিত ২ লাশ

সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় নদীর চর থেকে দুইটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। সোমবার (২০ নভেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর চর থেকে লাশ দুটি উদ্ধার হয়। বিকেলে দুটি লাশ চাঁদপাই নৌ থানার কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড।

চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ জানান, মারা যাওয়া দুইজনই পুরুষ। তাদের আনুমানিক বয়স ৩০ বছর। এদের একজনের পড়নে শার্ট ও অপরজনের পড়নে লাল চেক গেঞ্জি ছিল। ময়নাতনন্দের জন্য দুটি লাশ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, কোস্ট গার্ডের একটি টহল দল লাশ দুটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবারের (২১ নভেম্বর) মধ্যে পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দুটি দাফনের ব্যবস্থা করা হবে। 

শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়