কিশোরগঞ্জ-১
মনোনয়নপত্র সংগ্রহ করলেন সৈয়দা জাকিয়া নূর লিপি

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি।
সোমবার (২০ নভেম্বর) শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে অধ্যাপক ডাক্তার সৈয়দ শরিফুল ইসলাম ও সর্বকনিষ্ঠ মেয়ে সৈয়দা রাফিয়া নুর রূপা তাদের বোন কিশোরগঞ্জ ও হোসেনপুর এর নেত্রী ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ সময় কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
/এসবি/
আরো পড়ুন