ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

চুয়াডাঙ্গায় মাকে হত্যায় মামলায় ছেলের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২২ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:২৯, ২২ নভেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় মাকে হত্যায় মামলায় ছেলের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় জবেদা খাতুন (৫০) হত্যা মামলায় ছেলে মুকুল হোসেনকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আদালতে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেলাল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত মুকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের আসান আলীর ছেলে।

মামলার এজাহার সূত্র জানা গেছে, ২০২১ সালের ১৩ নভেম্বর বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মুকুল হোসেন তার মা জবেদা খাতুনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন। এতে জাবেদা খাতুন মারা যান। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মো. আলাউদ্দিন বাদী হয়ে মুকুল হোসেনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সদর থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. হাসানুজ্জামান মুকুল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। এ মামালায় মোট ১৮ জনের সাক্ষ্য নেওয়ার পর আজ বিচারক আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়