ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে ৮ জুয়ারি আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৩ নভেম্বর ২০২৩  
সাভারে ৮ জুয়ারি আটক

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

আটককৃতরা হলেন- আব্বাস মিয়া (৫৫), শুকুর আলী (৫২), লুৎফর রহমান কাজী (৫২), মালেক দেওয়ান (৪৮), বাবু (৩৮), সাইফুল মিয়া (৪৫), দুলাল (৪০) ও হামিদুল ইসলাম (৩৬)। তারা সবাই সাভারের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ওসি জানান, মধ্যরাতে সাভারের ভরারী বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জুয়ার বোর্ডে থাকা ৯৬০০ টাকা, দুই বান্ডিল তাস ও জুয়া খেলায় ব্যবহৃত বিছানার চাদর জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করা হয়েছে।

সাব্বির/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়