চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় গার্মেন্টস কর্মী নিহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় একটি বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের ধাক্কায় লেমন চাকমা (২৬) নামের এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হন আব্দুল ইমন (২০) ও মুরেল চাকমা (২৪) নামের আরও দুইজন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ইপিজেড মোড় সংলগ্ন ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুপুরের লাঞ্চ বিরতিতে খাবার খেতে যাওয়ার সময় তিন গার্মেন্টস কর্মীকে ধাক্কা দেয় দ্রুতগামী কাভার্ড ভ্যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক লেমন চাকমাকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রেজাউল/মাসুদ