ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২৩ নভেম্বর ২০২৩   আপডেট: ২৩:০৬, ২৩ নভেম্বর ২০২৩
ঝিনাইদহে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা

নিহত শামীম হোসেন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় শামীম হোসেন (৪৮) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুড়া গ্রামে তাকে হত্যা করা হয়। নিহত শামীম একই গ্রামের গোলাম রসুলের ছেলে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়ে বাড়ি ফেরেন শামীম। কিছুক্ষণ পর তিনি আবারও বাড়ির বাইরে যান। বাড়ি থেকে কিছুদূর যেতেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শামীমকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল আমিন হোসেন জানান, নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর জোয়ার্দার জানান, নিহত শামীম আওয়ামী লীগের কর্মী ছিলেন। তবে, তিনি কোনো পদে ছিলেন কিনা এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। 

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, শামীমকে গুলি করে হত্যা করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করেছে ‍দুর্বৃত্তরা তা তদন্তের পরে জানা যাবে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

শাহরিয়ার/ফয়সাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়