কুষ্টিয়ায় বাস পোড়ানোর ঘটনায় ৩১ জনের নামে মামলা, আটক ২
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ায় হাইওয়ে থানার সামনে হানিফ পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে নাশকতার মামলা করেছেন। জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল ও জেলা ছাত্রদলের সদস্য হৃদয়।
এর আগে বুধবার রাত পৌনে ১২ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর হাইওয়ে থানার সামনে রাখা হানিফ পরিবহনের বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গত সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দুর্ঘটনার শিকার হলে হানিফ পরিবহনের এই বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ থানার সামনে মহাসড়কের ওপর রাখে। বুধবার রাতে বিএনপির ডাকা অবরোধের মধ্যে ওই বাসটিতেই দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
কাঞ্চন/টিপু