ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:২৯, ২৪ নভেম্বর ২০২৩
নাটোরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বীথি (২৬) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাহমুদা আক্তার বীথি উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ও গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন।

নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, প্রায় দুই বছর আগে স্বামীর সঙ্গে তালাক হয় মুক্তার। তার দুটি মেয়ে সন্তান রয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে ডিউটি শেষে বাড়ির উদ্দেশ্যে বের হন বীথি। শুক্রবার সকালে একটি আমবাগানে তার মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়